সুন্দরবনের বন্য মধু — প্রকৃতির এক অনন্য উপহার। আমাদের সংগৃহীত বন্য মধু সংগ্রহ করা হয় সুন্দরবনের গভীর অরণ্য থেকে, যেখানে মৌমাছিরা সম্পূর্ণ প্রাকৃতিকভাবে গাছের ফুল থেকে মধু সংগ্রহ করে। এই মধু সম্পূর্ণ কেমিকেল-মুক্ত, অপ্রক্রিয়াজাত এবং প্রাকৃতিক গুণাগুণে ভরপুর।
আমরা স্থানীয় মৌয়ালদের সহায়তায় এই মধু সংগ্রহ করি, যারা জীবনের ঝুঁকি নিয়ে বাঘের রাজত্বে প্রবেশ করে বিশুদ্ধ বন্য মধু সংগ্রহ করে থাকেন। তাদের অভিজ্ঞতা এবং দক্ষতার ফলে আমরা নিশ্চিত করতে পারি প্রতিটি বোতলে থাকে খাঁটি, অরগানিক সুন্দরবনের বন্য মধু।
এক কেজি মধু! শুনতে যত সহজ, বানাতে ততটাই কঠিন। প্রায় ৪০ লক্ষ ফুলের পরাগ স্পর্শ করতে হয় এই মধুর জন্য। তাতে প্রয়োজন পড়ে প্রায় ১১০০ মৌমাছির অক্লান্ত পরিশ্রম। তারা সবাই মিলে ঘুরে বেড়ায় প্রায় ৯০ হাজার মাইল—যা কিনা পৃথিবী থেকে চাঁদের কক্ষপথের চেয়েও তিনগুণ বেশি |
এই পথে বহু মৌমাছি জীবনও হারায়। কিন্তু তারা থামে না। প্রতিদিনের কাজ ঠিকঠাক চালিয়ে যায়। যেন কর্মই তাদের ধর্ম।
📌 একটি মৌচাকে থাকে মাত্র একজন রাণী মৌমাছি। তার কাজ—শুধু খাওয়া আর ডিম পাড়া। আর সেটা সে করে রাজকীয় হিসেবেই—প্রতিদিন ১৫০০ থেকে ২৫০০ ডিম।
রাণী নিজে কিছুই খুঁজে খায় না। তাকে সারাক্ষণ পরিবেশন করে কর্মী মৌমাছিরা। তার আশপাশের পরিবেশও পুরোপুরি সুরক্ষিত, পরিষ্কার ও আরামদায়ক রাখা হয়। আরও বিস্ময়ের কথা? মধু কখনও পচে না। এটি পৃথিবীর একমাত্র প্রাকৃতিক খাদ্য যেটি হাজার বছর পর্যন্ত সংরক্ষণ করা যায়।
Our honey is a part of their daily life—pure, natural, and full of love. Every jar brings joy, health, and sweetness to those who choose it.